বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

Google Alert – ইউনূস

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে ড. ইউনূস আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অব্যাহত অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি সেনাবাহিনীর এই ভূমিকা সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের আগে স্পষ্ট কমান্ড কাঠামো ও সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয় জরুরি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি জাতির কাছে অঙ্গীকার করেছি যে এমন একটি নির্বাচন আয়োজন করব— যা ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা এবং বিশ্বব্যাপী আস্থার দিক থেকে আলাদা হবে। এটি হবে গণতন্ত্র ও আইনের শাসনের এক উৎসব।’

প্রধান উপদেষ্টাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, গুজবে কান দেবেন না। সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে পুরো সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

চট্টগ্রাম নিউজ/ আর এইচ


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *