chtnews.com on Facebook
‘অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে সেনা দমন-পীড়ন বন্ধ কর, অপারেশন উত্তরণ তুলে নাও’ এই দাবি সম্বলিত শ্লোগানে ‘সেনা স্কুল ভবন দখল করে ‘অস্থায়ী ক্যাম্প’ বানানো, নির্বিচারে বাড়িঘরে তল্লাশি, নারীদের সঙ্গে অসদাচরণ, লুটপাট, ধরপাকড়, হয়রানি, স্কুলের কার্যক্রম ব্যাহত করা ও অবর্ণনীয় জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে রাঙামাটির কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ এই বিক্ষোভের আয়োজন করে।
আজ সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩ টার সময় কুদুকছড়ি নির্বাণপুর বনবিহার গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হয়ে কুদুকছড়ি বাজার এলাকা ঘুরে বড়মহাপূরম স্কুল গেইটে এসে সমাবেশ করা হয়। …
#news #chtnews #বিক্ষোভ #রাঙামাটি
(Feed generated with FetchRSS)