শুল্ক না থাকলে ‘পুরোপুরি ধ্বংস হয়ে যেত’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

Google Alert – সামরিক

সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল আপিল আদালতের সাম্প্রতিক রায়ের তীব্র সমালোচনা করেছেন। আদালত রায়ে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশিরভাগ শুল্ক আইনসঙ্গত নয়। তবে ট্রাম্পের দাবি, এসব শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত এবং দেশের সামরিক শক্তি মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে পড়ত।

রোববার স্থানীয় সময় নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লেখেন, “শুল্ক ছাড়া এবং আমরা যে ট্রিলিয়ন ডলার রাজস্ব সংগ্রহ করেছি তা ছাড়া, আমাদের দেশ ধ্বংস হয়ে যেত। সামরিক শক্তিও টিকত না।” তিনি আরো অভিযোগ করেন, “সাত-চার ভোটে চরম বামপন্থী বিচারপতিরা শুল্ক বাতিলের পক্ষে রায় দিয়েছেন। তবে একজন ডেমোক্র্যাট বিচারপতি, যাকে ওবামা নিয়োগ দিয়েছিলেন, সাহসিকতার সাথে দেশের পক্ষে ভোট দিয়েছেন। তার প্রতি আমি কৃতজ্ঞ।”

সিএনএন জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলস রায়ে বলে, প্রেসিডেন্ট জরুরি ক্ষমতা আইনের অপব্যবহার করে এ শুল্ক আরোপ করেছিলেন, যা অভূতপূর্বভাবে নির্বাহী ক্ষমতার সীমালঙ্ঘন। সংবিধান অনুযায়ী কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে। তবে আদালত জানিয়েছে, আপাতত শুল্ক বহাল থাকবে। অক্টোবর পর্যন্ত রায়ের কার্যকারিতা স্থগিত রাখা হয়েছে, যাতে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করতে পারে।

এর আগে গত শুক্রবারও ট্রাম্প আদালতের সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছিলেন। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, “সব শুল্ক এখনো বহাল আছে! একটি পক্ষপাতদুষ্ট আপিল আদালত ভুলভাবে বলেছে এগুলো বাতিল হওয়া উচিত। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকাই জয়ী হবে।” ট্রাম্প জোর দিয়ে বলেছেন, এসব শুল্ক দেশের আর্থিক ও সামরিক নিরাপত্তার জন্য অপরিহার্য। এগুলো তুলে দেয়া হলে যুক্তরাষ্ট্র ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে পড়বে বলে সতর্ক করেছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *