Google Alert – পার্বত্য চট্টগ্রাম
অংগ্য মারমা
খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে ১৪ জন সদস্যের দেওয়া অনাস্থা প্রস্তাবের ওপর শুনানি চলছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটা থেকে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই শুনানি শুরু হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার এই শুনানিতে উপস্থিত রয়েছেন। এছাড়া, অভিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ পরিষদের সকল সদস্য ও কর্মকর্তারাও উপস্থিত আছেন। এক ঘণ্টার বেশি সময় ধরে এই কার্যক্রম চলছে।
অনাস্থা প্রস্তাবের কারণ
এর আগে, পরিষদের ১৪ জন সদস্য জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। তাদের অভিযোগে বলা হয়, জিরুনা ত্রিপুরা সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি এবং দুর্নীতির সঙ্গে জড়িত। বিশেষ করে, শিক্ষক বদলি ও ঠিকাদারি বিলের ফাইল আটকে রেখে ঘুষ নেওয়ার অভিযোগও আনা হয়।
এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়। ওই নির্দেশনার পর থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্ত চলছিল, যার চূড়ান্ত শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।