Google Alert – সামরিক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার পশ্চিমা প্রচেষ্টা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। এ নিয়ে তিনি সম্প্রতি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) ২৫তম শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন।
পুতিন বলেন, “কিয়েভকে সামরিক জোট ন্যাটোতে টানার পশ্চিমা প্রচেষ্টাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল কারণ।” তিনি যুক্তি দেখান, ইউক্রেন সংকট কোনো আগ্রাসনের কারণে নয়, বরং কিয়েভে পশ্চিমা সমর্থনে সংঘটিত অভ্যুত্থানের ফল। তাই, তিনি ইউক্রেন সংকটের “দীর্ঘমেয়াদি ও টেকসই” সমাধান চান এবং মূল কারণগুলো সমাধান করতে চাইছেন।
পুতিন আরও উল্লেখ করেন, গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় মুখোমুখি বৈঠক হয়েছে। তিনি বলেন, ওই বৈঠকের ফলাফল তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছেন। এছাড়া তিনি জানান, ইউক্রেন ইস্যুতে চীন ও ভারতের প্রস্তাবগুলোও রাশিয়া বিবেচনা করবে।
সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তথাকথিত “বিশেষ সামরিক অভিযান” শুরু করে। এরপর থেকে হাজারো মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি