Google Alert – পার্বত্য চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়ার কমলমুন্সির হাট এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙে ইঞ্জিন থেকে ১৮টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনটি তখন পটিয়ায় প্রবেশ করে। হঠাৎ বাফার হুক ভেঙে বগিগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যায়, আর মূল ইঞ্জিন চলে যায় চট্টগ্রাম পর্যন্ত। এ সময় ট্রেনটিতে প্রায় ৯০০ যাত্রী ছিলেন।
ঘটনার পর চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে গভীর রাতে একটি উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়।
পটিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ পাভেল বলেন, “চন্দনাইশের দোহাজারী অতিক্রমের পরপরই এ দুর্ঘটনা ঘটে। বগিগুলো আটকে গেলেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়।”
পূর্বাঞ্চল রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, “বগি বিচ্ছিন্ন হওয়ার পর উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। বিচ্ছিন্ন বগিগুলো চট্টগ্রামে আনার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।”
এর আগে গত ২৬ জুলাই কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসেও একই ধরনের ঘটনা ঘটে। তখন গার্ড ব্রেক বগির হুক ভেঙে মূল ট্রেন থেকে সেটি বিচ্ছিন্ন হয়ে যায়।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।