Google Alert – প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার ১ সেপ্টেম্বর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
নির্বাচনপূর্ব রাজনৈতিক সংলাপের ধারাবাহিকতায় আজকের এই বৈঠককে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর আগে রোববার ৩১ আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এমন সংলাপ আগাম নির্বাচনের পথ প্রশস্ত করবে।