Google Alert – বাংলাদেশ
পিআর পদ্ধতিতে বাংলাদেশে কোরআনের আইন চালু হবে না: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদ
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৫ পিএম
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, জামায়াতে ইসলামী নাকি কোরআনের আইন চালু করতে চাই, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে চাই, সৎ লোকের শাসন চাই। কিন্তু পিআর পদ্ধতিতে বাংলাদেশ কোরআনের আইন চালু হবে না। তারা ধর্মকে দুনিয়াবি ও ব্যক্তি স্বার্থের জন্য ব্যবহার করছে। সকালে এক কথা বলছে, বিকেলে আরেক কথা বলছে। তাদের রাজনৈতিক চরিত্রের কোন ঠিক নাই।
সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তিনি আরও বলেন, দেশে এই মুহুর্তে নির্বাচনের কোন বিকল্প নেই। যদি নির্বাচনকে বানচাল করা হয়, তাহলে হাসিনা ও তার দোসররা যারা ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারা এর জন্য দায়ী থাকবে। হাসিনা ও তার দোসররা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। জামায়াত এনসিপিসহ যারা আজকে নির্বাচনের পরিবেশকে নষ্ট করার পায়তারা করছে। তাদের প্রতিহত করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি সাবেক ,ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা মতিউর রহমান, সাবেক কমিশনার আব্দুল বারেক ও জেলা যুবদল,ছাত্রদল সহ স্থানীয় নেতৃবৃন্দ।