জাপা নিষিদ্ধসহ তিন দাবিতে শুক্রবার শাহবাগে গণঅধিকার পরিষদের সমাবেশ

Jamuna Television

শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ করবে গণঅধিকার পরিষদ— এমনটাই জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে এ সমাবেশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরে নুরুল হক নুরের ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে এ কথা বলেন রাশেদ খাঁন।

তাদের তিনটি দাবি হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিচার করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

মিছিল শেষে, বিজয় নগড় পানির ট্যাংকের মোড় অবোরোধ করেন তারা। কিছু সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। নেতাকর্মীরা নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান।

/এমএইচআর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *