হোয়াটসঅ্যাপে ‘টার্গেটেড’ হ্যাকিংয়ের শিকার ব্যবহারকারীরা

Independent Television

হোয়াটসঅ্যাপ ও অ্যাপল ডিভাইসের নিরাপত্তা দুর্বলতার কারণে ‘টার্গেটেড’ সাইবার হামলার শিকার হয়েছেন নির্দিষ্ট কিছু ব্যবহারকারী। তাঁদের সংখ্যাটা দু’শর কিছু কম হলেও বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সাথে নিয়েছে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যেই তাঁদের সিকিউরিটি টিম সমস্যাটি সমাধান করেছে বলে এক ব্লগ পোস্টে দাবি করেছে এই সোশ্যাল মিডিয়া অ্যাপটি।

গত শুক্রবার (২৯ আগস্ট) হোয়াটসঅ্যাপের নজরে আসে এই নিরাপত্তা দুর্বলতাটি। এ প্রসঙ্গে তাঁরা বলেছে যে, অ্যাপলের আইওএস ও আইপ্যাডওএস অপারেটিং সিস্টেমের সাথে সম্পর্কিত হোয়াটসঅ্যাপের এই নিরাপত্তা সমস্যাটির সুযোগ নিয়ে অত্যাধুনিক সাইবার গুপ্তচরবৃত্তির চেষ্টা করা হয়েছে। এর ফলে সুনির্দিষ্ট ব্যবহারকারীদের অ্যাপল ডিভাইস থেকে তথ্য হাতিয়ে নেওয়ারও সুযোগ পেয়ে যায় হ্যাকাররা।

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ত্রুটিটি অ্যাপলের আইওএস ও আইপ্যাডওএস অপারেটিং সিস্টেমে চিহ্নিত একটি বাগের সাথে সম্পর্কযুক্ত ছিল। নিরাপত্তা ব্যবস্থায় এই ত্রুটির কারণেই প্রায় ২০০ ব্যবহারকারীর অ্যাপল ডিভাইস হ্যাক করা সুযোগ পায় হ্যাকাররা। 

অ্যামনেস্টির সিকিউরিটি ল্যাবের প্রধান ডনচা ও চেরভাইল প্রাথমিকভাবে ধারণা করছিলেন যে, হ্যাকাররা আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ডিভাইসেও হামলা চালাচ্ছে। তবে পরবর্তীতে তাঁরা বুঝতে পারেন যে, কেবলমাত্র অ্যাপল ডিভাইসই হ্যাকিংয়ের শিকার হয়েছে।

সোশ্যাল মিডিয়া এক্সে শেয়ার করা এক পোস্টে ডনচা ও চেরভাইল বলেছেন যে, হ্যাকিংয়ের এই কার্যক্রমটি প্রায় ৯০ দিন স্থায়ী ছিল এবং হোয়াটসঅ্যাপ ছাড়া অন্যান্য অ্যাপও এর দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারে। যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি তিনি।

মেটা এক বিবৃতিতে জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের নিরাপত্তা সমস্যাটি সমাধান করেছে তাঁরা। পৃথক এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নিরাপত্তা ত্রুটির কারণে বিশ্বজুড়ে দু’শরও কম ব্যবহারকারী হ্যাকিংয়ের শিকার হয়েছেন। 

হোয়াটসঅ্যাপ আরও বলেছে যে, সাইবার হামলার শিকার ব্যবহারকারীদেরকে বিষয়টি জানানো হয়েছে এবং সমস্যার সমাধানে অ্যাপটির সাম্প্রতিক সংস্করণ তাঁদের ডাউনলোড করতে বলা হয়েছে। 

তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপ, রয়টার্স

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *