Independent Television
খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হয়েছে। এ সময় কার্যালয়টিতে ভাঙচুর চালানো হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে পাঁচটায় নগরীর ডাকবাংলা মোড়ে এই ঘটনা হয়।
পুলিশ বলছে, গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল থেকে এ হামলা চালানো হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নগরীর বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি নগরীর ফেরীঘাট মোড় থেকে শুরু হয়ে ডাকবাংলা মোড়ে এলে দলটির বিক্ষুব্ধ কর্মীরা জাতীয় পার্টি কার্যালয়ে হামলা করে। এ সময় তারা কার্যালয়ের সাইনবোর্ড ও অফিসের গ্রীল-লাইট ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে এসে পুলিশ তাদের নিবৃত্ত করে।
এরপর বিক্ষোভ মিছিলটি ফেরী ঘাট মোড় এলাকায় যায়। সেখানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
দলটির খুলনা মহানগরের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম এসকে রাশেদ জানান, কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।
এর আগে গত ৩০ আগষ্ট গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় পুলিশ গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করে। সে সময় দলটির নেতা-কর্মীরা আহত হয়।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ চার নেতা-কর্মী আহত হন। নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, এনসিপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল।