Google Alert – পার্বত্য চট্টগ্রাম
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেংৎলাং এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ বা তথাকথিত বম পার্টির ) প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনী মাসব্যাপী অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চলে।
অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা ও কৌশলগত স্থাপনাগুলোও দখল করে সেনাবাহিনী।
সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।