রংপুর থেকে পঞ্চগড় জেলা আ. লীগ নেতা পল্লব গ্রেফতার

Jamuna Television

পঞ্চগড় করেসপনডেন্ট:

রংপুর থেকে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লবকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ইজিবাইক চালক আল আমিন গুম ও হত্যা মামলায় পল্লবকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শফিকুল ইসলাম তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে রংপুর মহানগরীর লাল কুঠি এলাকা থেকে মহানগর পুলিশের সহযোগিতায় তাকে আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, আওয়ামী লীগ নেতা পল্লব দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি একজন এজাহারভুক্ত আসামি। রংপুর মহানগর পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে নিহতের বাবা মনু মিয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

/এএইচএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *