Google Alert – সশস্ত্র
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, গত মাসে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে ট্রাম্প তাকে জেলেনস্কির সঙ্গে দেখা করার অনুরোধ করেছিলেন এবং তিনি তাতে সম্মতি দিয়েছেন।
পুতিন বলেন, ‘আমি কখনোই এতে অসম্মতি জানাইনি, তবে শর্ত হলো বৈঠকটি ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং এর একটি ইতিবাচক ফলাফল আসতে হবে।
ডোনাল্ড আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি এমন বৈঠকের ব্যবস্থা করতে পারব কিনা। আমি উত্তরে বলেছিলাম, হ্যাঁ, এটা সম্ভব। যদি জেলেনস্কি প্রস্তুত থাকেন, তবে তিনি মস্কোতে আসুন, তাহলেই বৈঠকটি হবে।’
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেন সংঘাত নিরসনে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব। তিনি ২০২২ সালের একটি প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, কিয়েভের কাছ থেকে রুশ সেনা প্রত্যাহারের পর পশ্চিমা দেশগুলোর মনোভাব কঠোর হয়ে যায়।
তবে পুতিন ট্রাম্প প্রশাসনের বর্তমান ভূমিকায় আশার আলো দেখছেন। তিনি বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে বর্তমান মার্কিন প্রশাসনের মধ্যে সমাধান খুঁজে বের করার আন্তরিক ইচ্ছা দেখতে পাচ্ছি।
আমি মনে করি, সুড়ঙ্গের শেষে একটি আলো রয়েছে।’ তবে তিনি সতর্ক করে দেন যে, কূটনৈতিক অগ্রগতি না হলে রাশিয়া সশস্ত্র উপায়ে সমস্যার সমাধান করবে।
তথ্যসূত্র আনাদোলু এজেন্সি।
ডিবিসি/এমইউএ