নুরের ওপর হামলার প্রতিবাদে পল্টন মোড় অবরোধ

Google Alert – সেনাবাহিনী

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদসহ তিন দফা দাবিতে পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় পল্টন, তোপখানা রোড ও মতিঝিল এবং গুলিস্তানের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, বিকেল ৫টার দিকে নেতাকর্মীরা প্রথমে পানির ট্যাঙ্কির সামনে প্রতিবাদ সভা করেন। এরপর সাড়ে ৫টার দিকে তিন দফা দাবি নিয়ে পল্টন মোড়ে এসে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের কর্মীরা। তারা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। অবরোধের কারণে পল্টন মোড় হয়ে যাতায়াতকারী রামপুরা, মহাখালী, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিলগামী আশপাশের সব যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী। সরকারি-আধা সরকারি অফির ছুটির পর যানবাহনে আটকে পড়েছেন অনেকে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে পুলিশ ও সেনাবাহিনী। পল্টন মোড়ে ব্যাপক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে বিক্ষোভ করছে গণঅধিকার পরিষদের কর্মীরা।

এ বিষয়ে পল্টন থানার ওসিকে কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সোয়া ৬টায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে সমাবেশ

ভিপি নুরের ওপর হামলাকারীদের শাস্তিসহ তিন দফা দাবিতে আগামী শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। এই সমাবেশে সারাদেশের নেতাকর্মীরা যোগ দিবে বলে অবরোধ তুলে নিয়ে এ ঘোষণা দেয়া হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *