হুতিদের ওপর বাইবেলের মহামারি ছড়িয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের

RisingBD – Home

প্রকাশিত: ১৭:২১, ৪ সেপ্টেম্বর ২০২৫  


ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর বাইবেলে বর্ণিত মিশরের ১০টি মহামারি ছড়িয়ে দেওয়ার  হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার এক্স-এ এক পোস্টে তিনি এ হুমকি দিয়েছেন।

ইরান-সমর্থিত হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইয়েমেনি বিদ্রোহী বাহিনী আবারো ইসরায়েলে আক্রমণ শুরু করেছে।

বৃহস্পতিবার দিনের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডের বাইরে আঘাত করেছে। আগের দিন, সামরিক বাহিনী জানিয়েছে যে তারা দুটি হুতি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এক্স-এ লিখেছেন, “হুতিরা আবারো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। অন্ধকারের মহামারি, আদি মহামারি – আমরা ১০টি মহামারিই পূর্ণ করব।”

কাটজের এই হুমকি সেই ১০টি বিপর্যয়ের কথা উল্লেখ করে যা বাইবেলের বুক অফ এক্সোডাসে উল্লেখ করা হয়েছে। হিব্রু ঈশ্বর মিশরে ফারাওকে দাস ইসরায়েলিদের মুক্ত করতে রাজি করানোর জন্য এই মহামারিগুলো প্রেরণ করেছিলেন।

ঢাকা/শাহেদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *