ব্র্যান্ডন হল গ্রুপ স্বর্ণপদক পেল এইচএসবিসি বাংলাদেশ

Google Alert – বাংলাদেশ

ব্র্যান্ডন হল গ্রুপ এইচসিএম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ স্বর্ণপদক অর্জন করেছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রতিভাবান নারী সহকর্মীদের উন্নয়নে বিশেষ কর্মসূচি ‘এফ মেজর প্রোগ্রাম’-এর স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট লিডারশিপ ডেভেলপমেন্ট’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।

বিশ্বব্যাপী ‘লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট একাডেমি অ্যাওয়ার্ডস’ হিসেবে পরিচিত ব্র্যান্ডন হল এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে উদ্ভাবনী প্রতিভা ও উন্নয়নমূলক উদ্যোগগুলোকে সম্মাননা জানানো হয়। নেতৃত্ব বিকাশ, ব্যবসা ক্ষেত্রে প্রভাব বিস্তার ও ভবিষ্যৎ নারী নেতৃত্ব গড়ে তোলায় ভূমিকা রাখার জন্য ব্র্যান্ডন হলের ৩২তম আসরে এইচএসবিসি বাংলাদেশ এ পুরস্কার পেয়েছে।

এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান এ সাফল্য প্রসঙ্গে বলেন, ‘এইচএসবিসি বাংলাদেশ সবসময়ই ধারাবাহিক শিক্ষা ও তার বিকাশের সংস্কৃতি গড়ে তোলায় বিশ্বাসী। ভবিষ্যৎ শিল্পায়ন ও বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ‘এফ মেজর প্রোগ্রাম’ প্রতিভাবান নারীদের ক্ষমতায়নের একটি প্রয়াস।’ এ স্বীকৃতি এইচএসবিসি বাংলাদেশকে আরো অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত কর্মক্ষেত্র গড়ে তোলার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিষ্ঠানটির মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান নাজিকা ইমাম বলেন, ‘স্থানীয় পর্যায়ের কর্মক্ষেত্রেও বিশ্বমানের শিক্ষার সুযোগ তৈরি এবং বাস্তবায়ন করা যায় ‘এফ মেজর প্রোগ্রাম’ তার একটি উদাহরণ। এর মাধ্যমে আমাদের সহকর্মীরা তাদের ক্যারিয়ার এগিয়ে নিতে পারছেন। পাশাপাশি প্রতিষ্ঠান ও সমাজে অর্থবহ অবদান রাখছেন। এ অর্জন আমাদের মানবসম্পদের দীর্ঘমেয়াদি উন্নয়নে বিনিয়োগেরই প্রতিফলন।’ —বিজ্ঞপ্তি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *