chtnews.com on Facebook
গত ১ সেপ্টেম্বর ২০২৫ রামগড়ে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের আয়োজিত সমাবেশ থেকে ফেরার পথে নাকাপা বাজার থেকে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রা*সীরা অস্ত্রের মুখে বাসনা মোহন চাকমাকে অপহরণের দৃশ্য।
সেদিন ঠ্যাঙাড়ে সন্ত্রা*সীদের ৬ জনের একটি দল গাড়ি থেকে নামিয়ে অস্ত্রের মুখে তাকে টানাহেঁচড়া করে মোটর সাইকেলে তুলে নিয়ে যায। পরে সন্ত্রাসীরা তাকে গুইমারা সেনা ব্রিগেডে নিয়ে যায়। এরপর সেখানে জিজ্ঞাসাবাাদের পর সেনারা ছেড়ে দেয়ার নির্দেশ দিলে পরে তাকে গুইমারা বাজারে তাদের আস্তানায় নিয়ে এসে মুরুব্বীদের মাধ্যমে সন্ত্রাসীরা তাকে বিকালে ছেড়ে দেয়।
ভুক্তভোগী বাসনা মোহন চাকমার বাড়ি মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুজা পাড়ায়। তার পিতার নাম বড়পেদা চাকমা।
অপহরণাকরীদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। এরা হলেন- ১.,মন্জু ইসলাম, গ্রাম- পাতাছড়া, ২. সাগর বড়ুয়া, মানিকছড়ি, ৩. মো: বাপ্পি -মানিকছড়ি ও ৪,সুলেন চাকমা।
ঘটনার ৪দিন পরও এই সন্ত্রাসীদের এখনো গ্রেফতার করা হয়নি।
#video #FBVIDEO #fb #highlights #Facebookvideo #kidnap #ramgarh
(Feed generated with FetchRSS)