তারুণ্যনির্ভর বৈষম্যহীন ও জবাবদিহিমূলক দেশ গড়ার প্রত্যাশা

Google Alert – পার্বত্য অঞ্চল

তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলার ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া ব্যাপারী বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল হক।এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন।

 

প্রধান অতিথি ফায়জুল হক তার বক্তব্যে বলেন, ‘তরুণরা আমাদের প্রাণ। যেকোনো কাজে তারুণ্যকে এগিয়ে আসতে হবে। আমাদের তো এগিয়ে আসা সম্ভব না। আমাদের বয়স হয়েছে। আমরা পরামর্শ দেব। তরুণদের ঝুঁকি নিতে হবে। আমরা ৭১-এ দেখেছি। এক বছর আগে জুলাই আন্দোলনেও আমরা দেখেছি, তরুণরা গণআন্দোলন করে কীভাবে ঝুঁকি নিয়েছে। এভাবে তরুণরা আমাদের এগিয়ে নিয়ে যাবে। এগিয়ে নেয়ার জন্য তরুণদেরে এগিয়ে আসতে হবে। সে লক্ষ্যে তরুণ নারী-পুরুষ যারা আছে তাদের শক্তিশালী করা দরকার। ছাত্র জীবন থেকে যারা পড়াশোনা করে তাদের যদি সঠিক মনিটরিং করতে পারি তাহলে তারা সঠিক পথে চলতে পারবে।’

 

এ সময় তিনি আরো বলেন, ‘শিক্ষার হারে ফেনী পিছিয়ে আছে। এক সময় শিক্ষার হারে নোয়াখালী অঞ্চল এগিয়ে ছিল। বিশেষ করে হুজুররা। বাংলাদেশের শিক্ষার হার এগিয়ে নিতে তারা ভূমিকা রেখেছেন। এখানে হুজুররা সারাদেশের বিভিন্ন মক্তব মাদরাসায় শিক্ষা দিতো।আপনাদের ফেনীর মানুষকে হারানো সে গৌরব ফিরিয়ে আনতে হবে। ফেনীবাসীকে এ যায়গায় গুরুত্ব দিতে হবে। এখানকার যে বিশাল জনসংখ্যা এই বিশাল জনসংখ্যাকে কাজে লাগাতে হবে। তাহলে ফেনী এগিয়ে যাবে।’

 

এ সময় আরো বক্তব্য রাখেন দৈনিক সংগ্রাম এর প্রতিনিধি এবং ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আব্দুর রহিম ও দৈনিক আমার কাগজের ফেনী প্রতিনিধি মো: আলাউদ্দিন ও সহকারী শিক্ষক শামিম আরা চৌধুরানী (বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়)।

 

বক্তারা জেলা তথ্য অফিসের যেকোনো কাজে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *