আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন?

Google Alert – BD Army

ছবির ক্যাপশান, পুলিশ পুরোপুরি ঘুরে দাঁড়াতে না পারায় এক বছরেরও বেশি সময় ধরে মাঠে রয়েছে সেনাবাহিনী (ফাইল ছবি)

“এই হামলা শুধুমাত্র ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে নয়। যদি ছত্রভঙ্গ করতেও চাইতেন, তাহলে আপনি (সেনা-পুলিশ) তো হাতে আঘাত করতে পারতেন, পায়ে করতে পারতেন। আপনি কেন মাথায় মারতেছেন, কেন চোখে মারতেছেন, আপনি কেন বুকে মারতেছেন,” দলীয় নেতাকর্মীদের ওপর সেনা-পুলিশের লাঠিপেটার ঘটনা সম্পর্কে বিবিসি বাংলাকে বলছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

গত ২৯শে অগাস্ট রাতে ঢাকার কাকরাইল এলাকায় জাতীয় পার্টির সঙ্গে দলটির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের একপর্যায়ে লাঠিপেটার ওই ঘটনাটি ঘটে। দলটি দাবি করেছে, সেই ঘটনায় তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

তাদের মধ্যে দলের সভাপতি নুরুল হক নুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

গণঅধিকার পরিষদের অভিযোগ, সেনা সদস্যদের নেতৃত্বে “পরিকল্পিতভাবে” তাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *