Google Alert – সেনাপ্রধান
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনো সম্পূর্ণ সুস্থ নন, তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগানবাড়ী গেটে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খান আরও বলেন, নুরকে পরিকল্পিতভাবে হত্যার লক্ষ্যে আক্রমণ করা হয়। ভিডিও ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট দেখা গেলেও এখনো কাউকে শনাক্ত বা গ্রেফতার করা হয়নি। এটা সরকারের জন্য লজ্জার। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তিনি বলেন, সরকার শুধু দুঃখপ্রকাশ করে পার পাবে না। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। হামলার ঘটনায় মামলার বিষয়ে জানতে চাইলে রাশেদ খান বলেন, পুলিশের নিরপেক্ষতা নিয়ে অনাস্থা থাকায় আদালতের মাধ্যমে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের মুখ স্পষ্ট। সেনাপ্রধান ও পুলিশের আইজির কাছে অনুরোধ করছি- দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
রাশেদ খান বলেন, নুর এখনো পুরোপুরি সুস্থ নন। কিন্তু তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে। তার মাথা, মুখমণ্ডল ও দাঁতে গুরুতর আঘাত রয়েছে। নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু গণমাধ্যমে তাকে সুস্থ দেখানোর যে খবর প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। তার চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করেন তিনি বলেন, তার মাথার সংবেদনশীল স্থানে গুরুতর আঘাত আছে। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এমনকি ওয়াশরুমে যাওয়ার জন্য তাকে সাহায্য নিতে হচ্ছে। তার মস্তিষ্কে আঘাতের কারণে মাথা ঘোরাসহ অন্যান্য জটিলতা রয়েছে। নুরকে বিদেশে নেওয়ার সরকারের প্রতিশ্রুতি সম্পর্কে রাশেদ খান বলেন, চিকিৎসকরা জানিয়েছেন-তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাকে উড়োজাহাজে তোলা ঝুঁকিপূর্ণ। তারা আশা করছেন, এক সপ্তাহের মধ্যে তাকে দেশের বাইরে নেওয়া হবে। মাথায় আঘাতের কারণে তার উন্নত চিকিৎসা জরুরি। তারা সিঙ্গাপুরে নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন। বৃহস্পতিবার ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যান। নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
নুরের ওপর হামলার বিচারসহ তিন দফা দাবিতে রাজধানীতে মশাল মিছিল : নুরের ওপর হামলার বিচারসহ তিন দফা দাবিতে রাজধানীতে মশাল মিছিল শ্রমিক অধিকার পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ভিপি নুরের ওপর হত্যাচেষ্টার বিচার এবং জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী ১৪ দলের নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল কর্মসূচি পালন করে সংগঠনটি।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, নুরের ওপর হামলার ছয় দিন পেরিয়ে গেলেও সরকার কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না জানতে চাই। বিচার না হলে সচিবালয় ঘেরাও করা হবে।