রাজধানীর পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম।

Google Alert – সেনাবাহিনী


ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার): গত ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১ টায় পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী হয়। পূর্বাচল ৩০০ ফিট রাস্তার ডান পাশের লেনে দাঁড়িয়ে থাকা একটি ভারী ট্রাকের পেছনে দ্রুতগামী একটি প্রাইভেটকার প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। সৌভাগ্যক্রমে গাড়ির এয়ারব্যাগ সক্রিয় হওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে গাড়িতে থাকা ০৩ জন আরোহী গুরুতর আহত হন।

ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। তারা আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং দ্রুত হাসপাতালে প্রেরণ করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়িটি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সম্পন্ন করে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জান-মাল রক্ষা এবং যে কোনো পরিস্থিতিতে সর্বসাধারণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *