Google Alert – ইউনূস
চট্টগ্রাম নগরীতে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় ‘গরমে অসুস্থ’ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে; এছাড়া ‘ভিড়ের চাপে’ আহত হয়েছেন দুজন।
শনিবার শোভাযাত্রা চলাকালীন মুরাদপুর মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি, তার বয়স আনুমানিক ৫০; আহত দুজনের মধ্যে একজন মো. মাহফুজ (৩৫), তিনি আগ্রাবাদ সিডিএ এলাকার বাসিন্দা, আরেকজনের নাম জানার চেষ্টা করছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলম আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুলুসে গরমে অসুস্থ হয়ে এক ব্যক্তি মাটিতে পড়ে যান। তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এদিকে ভিড়ের চাপে অসুস্থ মাহফুজকে হাসপাতালে ২ নম্বর ওয়ার্ডে এবং ৩৫ বছর বয়েসী অপর জনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
ইসলামের শেষ নবী হযরত মুহম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন এবং বিদায়ের দিনে ঈদে মিলাদুন্নবীতে জশনে জুলুসে হাজারো মানুষের ঢল নামে চট্টগ্রামে।
চট্টগ্রামে শনিবার ৫৪তম বারের মত এই আয়োজন করা হল। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে সকালে নগরীর ষোলশহরের আলমগীর খানকা-এ-কাদেরিয়া-সৈয়দিয়া তৈয়্যবিয়া থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
এরপর শোভাযাত্রাটি নগরীর বিবিরহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট হয়ে জিইসি মোড়ে পৌঁছায়। পরে জিইসি থেকে দুই নম্বর গেইট হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে মাদ্রাসার মাঠে মিলাদ, দোয়া ও মাহফিল শুরু হয়।
শোভাযাত্রায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন প্রান্ত এবং উপজেলা থেকে হাজারো মানুষ অংশ নেন। তবে অন্যান্য বারের তুলনায় এবার শোভযাত্রার পথ ছিল সীমিত।
প্রতি বছর প্রায় পুরো নগরী জুড়ে শোভযাত্রা হলেও এবার নির্ধারিত রাস্তায় চলেছে শোভযাত্রা।