ভ্যাটিকানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

Google Alert – ইউনূস


ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ কোভাকা।

ঢাকা: ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ কোভাকাদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে।


শনিবার (৬ সেপ্টেম্বর) প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।


সূত জানায়, প্রতিনিধিদলটি ৬ থেকে ১১ সেপ্টেম্বর ঢাকা সফর করবে। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। কাকরাইলে অবস্থিত আর্চবিশপস ভবনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় প্রধান বিচারপতি ও ভ্যাটিকানের কার্ডিনাল বক্তব্য রাখবেন।


কার্ডিনাল জর্জ কোভাকাদের নেতৃত্বে প্রতিনিধিদলটি একাধিক বৈঠক এবং আলোচনায় যোগ দেবে। জর্জ কোভাকাদ সাংবাদিক, ছাত্র, শিক্ষক, আন্তঃধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি ঢাকার ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, বৌদ্ধ ও হিন্দু মন্দির পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।


ঢাকা সফরকালে কার্ডিনাল কোভাকাদ খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় এবং তেজগাঁও ক্যাথলিক চার্চে ক্যাথলিক সম্প্রদায়ের জন্য প্রার্থনা করবেন। তিনি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তঃধর্মীয় সংলাপে ‘সম্প্রীতির সংস্কৃতি প্রচার’ শীর্ষক একটি মূল বক্তৃতাও দেবেন।


টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *