হাটহাজারীতে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

Google Alert – পার্বত্য অঞ্চল

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০০ জন আহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে হাটহাজারী বড় মাদ্রাসার সামনে দিয়ে ফটিকছড়ি থেকে চট্টগ্রামে যাচ্ছিল জশনে জুলুসের একটি র‌্যালি। এ সময় আরিয়ান নামে এক যুবক মাদ্রাসার দিকে আঙুল তুলে ‘অশোভন অঙ্গভঙ্গি’ করে ফেসবুক পোস্ট করলে উত্তেজনার সৃষ্টি হয়। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়।

জানা গেছে, সংঘর্ষে মাদ্রাসার অন্তত ১৭০ জন শিক্ষার্থী এবং স্থানীয় ২০-৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার মাহমুদ বলেন, “কিছু ঘটনার জেরে এলাকায় উত্তেজনা চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।”

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, অভিযুক্ত যুবক আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “পরিস্থিতি শান্ত রাখতে ইতোমধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম-হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *