১০ মে-এর পরেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলেছিল: ভারতীয় সেনাপ্রধান

Google Alert – সেনাপ্রধান

প্রকাশিত: ১৭:২৯, ৬ সেপ্টেম্বর ২০২৫  


গত মে মাসে পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরেও যুদ্ধ চলেছিল। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভি অনলাইনের।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হয় ২৬ জন। ওই ঘটনায় পাকিস্তানের মদদ ছিল বলে দাবি করে ভারত। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে। এরপরেও ৭ মে পাকিস্তানে হামলা চালায় ভারত। ওই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান পাল্টা হামলা চালালে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে সন্ধ্যায় ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

শুক্রবার দিল্লিতে একটি বই উদ্বোধনের অনুষ্ঠানের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, “আপনারা হয়তো ভাবেন ১০ মে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু না। দীর্ঘ সময় চলেছিল সেই যুদ্ধ। অনেক সিদ্ধান্ত নেওয়ার ছিল। তা ছাড়া সব কিছু এখানে বলা আমার পক্ষে সম্ভব নয়।”

তার পরেই ভারতের সেনাপ্রধান জানান, সিঁদুর অভিযানের প্রভাব সীমান্তে কতটা পড়েছে, তা এখনই বলা সম্ভব নয়। কারণ, সীমান্তে অনুপ্রবেশ এখনো বন্ধ হয়নি। পাকিস্তানের সন্ত্রাসে মদত দেওয়াও চলছে। 

তিনি বলেন, “নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতির উপরে সিঁদুর অভিযানের প্রভাব কতটা পড়েছে, তা নিয়ে এখনই মন্তব্য করা যাবে না। পাকিস্তানের মদতে সন্ত্রাস কি বন্ধ হয়েছে? আমি মনে করি না। কারণ, নিয়ন্ত্রণরেখায় এখনো অনুপ্রবেশের চেষ্টা চলছে। আমরা সবাই জানি, কত জন জঙ্গি নিহত হয়েছে, কত জন পালিয়ে গিয়েছে।”

ঢাকা/শাহেদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *