সিএমপি’র নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.)

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ঐতিহাসিক জশনে জুলুস।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জুলুসটি বের হয়ে মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকা থেকেও ছোট-বড় শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মূল আয়োজনে সংযুক্ত হয়।

নগরীতে লাখো মানুষের সমাগমে অনুষ্ঠিত এ জুলুসকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় সিএমপি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য। নগরীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয় সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরার মাধ্যমে চালানো হয় সার্বক্ষণিক মনিটরিং।

সিএমপি জানায়, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে লাখো মুসল্লির অংশগ্রহণে এ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে এবং শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে সক্ষম হয়েছে।

আর এইচ/


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *