Samakal | Rss Feed
রাশিয়া-ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশ ও সৌদি থেকে সেনা সদস্য নেওয়ার পরিকল্পনা
বাংলাদেশ
অনলাইন ডেস্ক <time class="op-modified" dateTime="2025-09-07"2025-09-07
2025-09-07
যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি হলে উভয় দেশের মধ্যে যে বাফার জোন হবে তা পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। আর বাড়তি নিরাপত্তায় মোতায়েনের জন্য সেখানে সৌদি আরব কিংবা বাংলাদেশের মতো ন্যাটো সদস্যভুক্ত দেশের বাইরের এক বা একাধিক দেশ থেকে সেনা সদস্য নেওয়া হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনবিসি নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্সও এমন প্রতিবেদন প্রকাশ করেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনটির ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।
বিষয়টি সম্পর্কে অবগত এমন চারজনের বরাতে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ভবিষ্যত আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষার জন্য পরিকল্পনা করা বাফার জোনটি একটি বৃহৎ সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল হবে। এটি সৌদি আরব বা বাংলাদেশের মতো এক বা একাধিক ন্যাটো বহির্ভূত দেশের সৈন্য দ্বারা সুরক্ষিত হতে পারে।
তবে শীঘ্রই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ কিংবা দুই দেশের প্রেসিডেন্টকে একত্রে বৈঠকে বসানোর কোনো সম্ভাবনা না থাকায় এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হতাশা বাড়ছে বলেও এনবিসি জানিয়েছে।
যুদ্ধ বন্ধে আলাস্কায় গত মাসে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বসেছিলেন। কিন্তু এখন পর্যন্ত শান্তি চুক্তির ব্যাপারে মস্কোর সম্মত হওয়ার কোনো প্রকাশ্য লক্ষণ দেখা যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার ব্যাপারেও কোনো ইতিবাচক বার্তা পুতিনের কাছ থেকে আসেনি।
প্রসঙ্গত, বাফার জোন হলো দুটি সংঘাতময় বা সংবেদনশীল এলাকার মধ্যে অবস্থিত একটি নিরপেক্ষ বা নিয়ন্ত্রিত এলাকা, যা উভয়পক্ষের মধ্যে সংঘাত বা নেতিবাচক প্রভাব প্রতিরোধ করে।