Google Alert – সেনা
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি গ্রামে ভয়াবহ হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি গ্রামবাসীরা সেখানে ফিরে এসেছিলেন।
ক্যামেরুন সীমান্তের কাছে অবস্থিত দারুল জামা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সশস্ত্র যোদ্ধারা মোটরসাইকেলে করে এসে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর আল জাজিরার।
মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। সরকারপন্থি একটি মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ৫৫, যার মধ্যে ছয়জন সেনা রয়েছে।
এদিকে দারুল জামার ঐতিহ্যবাহী প্রধান নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো অনেক বাসিন্দা আশপাশের জঙ্গলে নিখোঁজ রয়েছেন।
তিনি আরও বলেন, তারা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের হত্যা করেছে। এ হামলায় ২০টিরও বেশি বাড়ি ও ১০টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে।
নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে তারা বোর্নো অঙ্গরাজ্যে অভিযান জোরদার করেছে, যাতে বোকো হারাম ও এর ভিন্নমতাবলম্বী গোষ্ঠী—পশ্চিম আফ্রিকা প্রদেশে সক্রিয় আইএসআইএল (আইএসআইএস)-এর সহযোগীদের দমন করা যায়।
এএফপির তথ্যমতে, এ অঞ্চলটি বোকো হারামের এক কমান্ডার আলি এনগুলদের নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এনগুলদেই এই হামলার নেতৃত্ব দেন।
আরআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।