সিলেটে দুর্গম পাহাড়ি এলাকায় জেডআরএফের ফ্রি চক্ষুসেবা

Google Alert – পার্বত্য অঞ্চল

রহমত আলী হেলালী, জকিগঞ্জ (সিলেট)

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটের দুর্গম পাহাড়ি অঞ্চলে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় দুই হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী মুলাগুল হারিছ চৌধুরী একাডেমিতে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দুর্গম পাহাড়ে ঘেরা যোগাযোগবঞ্চিত এলাকায় মানবিক এ চিকিৎসা সেবা দেয়া হয়।

এতে মুলাগুল, কান্দলা, ডাইকেরগুল, ভাল্লুক মারা, ছতিপুর, মেছা, কাজিরখাল, সাউদগ্রাম, ছড়ার পার, কুছি, মঙ্গলপুর ও লোভাছড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের সুবিধা বঞ্চিত অসচ্ছল বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চোখের পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী চশমা বিতরণ, চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য ফ্রি অপারেশনের ব্যবস্থাও করা হয়।

ছয়টি বুথে চক্ষু রোগীদের রেজিস্ট্রেশনের পর চিকিৎসা সেবা দেন সিলেটের ইনক্লুসিভ আই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

এ সময় চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আশিক চৌধুরী, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এ টি এম সেলিম চৌধুরী, সচিব শাব্বির আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি রহমত আলী হেলালী ও কানাইঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

চক্ষু সেবা পেয়ে পাহাড়ি এলাকার মানুষ জেডআরএফের মানবিক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ দৃষ্টিশক্তি হারানো চিকিৎসাবঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর জন্য আশীর্বাদস্বরূপ।

ডাউকেরগুল গ্রামের লোকমান আহমদ বলেন, ‘শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগবঞ্চিত এ অঞ্চলের মানুষের জন্য বাড়ির কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া খুবই আনন্দের। আমরা ফাহিম আল চৌধুরী ট্রাস্ট ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ।’

এ বিষয়ে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এ টি এম সেলিম চৌধুরী বলেন, ‘প্রয়োজন থাকলেও দুর্গম এলাকার লোকজন অর্থাভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জেডআরএফ সবসময়ই মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চিকিৎসাবঞ্চিত জকিগঞ্জ-কানাইঘাটের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।’ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আশিক চৌধুরী বলেন, ‘ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। তাদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।’

উল্লেখ্য, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন বিগত এক মাস থেকে জকিগঞ্জ-কানাইঘাট অঞ্চলের আটটি অবহেলিত জনপদে পৃথক পৃথক ক্যাম্পের মাধ্যমে প্রায় ১১ হাজার মানুষকে চক্ষু চিকিৎসা দিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *