ভেনিসে স্বর্ণসিংহ জিতল ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’, আরও যারা পুরস্কার পেলেন

Samakal | Rss Feed


ভেনিসে স্বর্ণসিংহ জিতল ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’, আরও যারা পুরস্কার পেলেন

বিনোদন

বিনোদন ডেস্ক

2025-09-07

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরে সর্বোচ্চ সম্মান গোল্ডেন লায়ন বা ‘স্বর্ণসিংহ’ জিতেছে প্রখ্যাত মার্কিন নির্মাতা জিম জারমুশের নতুন ছবি ফাদার মাদার সিস্টার ব্রাদার।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইতালির ভেনিসে পর্দা নামে এ মর্যাদাপূর্ণ উৎসবের। গত ২৭ আগস্ট শুরু হওয়া আসরটিতে প্রতিযোগিতা বিভাগে ছিলো ২১টি আলোচিত সিনেমা।

অস্ট্রেলীয় তারকা কেট ব্ল্যানচেট অভিনীত ফাদার মাদার সিস্টার ব্রাদার নির্মিত হয়েছে তিনটি ভিন্ন দেশের তিনটি গল্পে। ‘ফাদার’ অধ্যায়ের পটভূমি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ‘মাদার’-এর প্রেক্ষাপট ডাবলিন, আর ‘সিস্টার ব্রাদার’ অধ্যায় আবর্তিত হয়েছে প্যারিসে। ছবির মূল সুর— প্রাপ্তবয়স্ক সন্তানদের সঙ্গে তাঁদের বাবা-মা ও একে অপরের সম্পর্ক। কেট ব্ল্যানচেট ছাড়াও এতে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার, টম ওয়েটস ও মায়িম বিয়ালিক।

এবারের আসরে সিলভার লায়ন (সেরা পরিচালক) জিতেছেন বেনি সাফদি। তাঁর ছবি দ্য স্ম্যাশিং মেশিন-এ মার্কিন রেসলার মার্ক কেরের জীবনী ফুটিয়ে তোলা হয়েছে। রেসলারের চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য রক’খ্যাত ডোয়েইন জনসন, আর তাঁর গার্লফ্রেন্ডের চরিত্রে আছেন এমিলি ব্লান্ট।

গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে গাজার প্রেক্ষাপটে নির্মিত ডকুড্রামা দ্য ভয়েস অব হিন্দ রজব। ছবিটি নির্মাণ করেছেন কাওথের বেন হানিয়া। এতে তুলে ধরা হয়েছে ৫ বছর বয়সী ফিলিস্তিনি মেয়ে হিন্দ রজবকে ইসরায়েলি সেনাদের হত্যা করার নির্মম ঘটনাটি।

প্রতিযোগিতা বিভাগে এবারের জুরি বোর্ডের প্রধান ছিলেন মার্কিন নির্মাতা আলেকজান্ডার পেইন। তাঁর সঙ্গে ছিলেন ব্রাজিলীয় অভিনেত্রী ফেরনান্দা তোরেস, ইরানি পরিচালক মোহাম্মদ রাসুলফ এবং আর্জেন্টাইন নির্মাতা মৌরা ডেলপেরো।

একনজরে ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রধান পুরস্কার

গোল্ডেন লায়ন (সেরা ছবি): ফাদার মাদার সিস্টার ব্রাদার, জিম জারমুশ

গ্র্যান্ড জুরি প্রাইজ: দ্য ভয়েস অব হিন্দ রজব, কাওথের বেন হানিয়া

স্পেশাল জুরি প্রাইজ: সোত্তো লে নুভোলে, জিয়ানফ্রাঙ্কো রসি

সিলভার লায়ন (সেরা পরিচালক): বেনি সাফদি (দ্য স্ম্যাশিং মেশিন)

ভোলপি কাপ (সেরা অভিনেত্রী): শিন ঝিলেই (দ্য সান রাইজেস অন আস অল)

ভোলপি কাপ (সেরা অভিনেতা): টোনি সারভিলো (লা গ্রাজিয়া)

সেরা চিত্রনাট্য: আ পিয়ে দ’উভ্রে, ভ্যালেরি ডনজেলি ও জিল মার্চান্দ

মারচেলো মাস্ত্রোয়ানি অ্যাওয়ার্ড (উদীয়মান অভিনয়শিল্পী): লুনা ভেডলার (সাইলেন্ট ফ্রেন্ড)

গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট: ভার্নার হারজগ ও কিম নোভাক
 

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *