RisingBD – Home
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৫৫, ৭ সেপ্টেম্বর ২০২৫
জব্দকৃত পাহাড়ি বালি পূর্বের স্থানে প্রতিস্থাপন করা হয়েছে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট সদর বিটে পরিচালিত এক যৌথ অভিযানে জব্দকৃত ১ লাখ ২৫০ ঘনফুট পাহাড়ি বালি আদালতের নির্দেশ অনুযায়ী পূর্বের স্থানে প্রতিস্থাপন করা হয়েছে।
নবনিযুক্ত চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মো. সফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং বন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
করেরহাট রেঞ্জাধীন রামগড়-সীতাকুন্ড ফরেস্ট মৌজার সংরক্ষিত বনাঞ্চলের লক্ষীছড়ি ছড়া সংলগ্ন বড়থলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে জোরারগঞ্জ থানা পুলিশ সমন্বয় করে।
অভিযানটি পরিচালনা করেন করেরহাটের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ। তার নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশ, শহর রেঞ্জ, মীরসরাই রেঞ্জ, করেরহাট রেঞ্জ, নারায়ণহাট রেঞ্জের কর্মকর্তা-কর্মচারী এবং ধুমঘাট চেক স্টেশনের টহল দলসহ প্রায় ৪০ থেকে ৫০ জন সদস্য অংশ নেন।
বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, “বন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে এবং অপরাধীদের কঠোরভাবে দমন করা হবে।”
তিনি অভিযানে অংশ নেওয়া বন কর্মী ও পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
ঢাকা/রেজাউল/এস