মওলানা সাঈদীর মৃত্যু মেডিক্যাল কিলিং || Pinaki Bhattacharya || The Untold

মওলানা সাঈদীর মৃত্যু মেডিক্যাল কিলিং || Pinaki Bhattacharya || The Untold
https://i.ytimg.com/vi/45gG65Geg90/hqdefault.jpg

ডা জামান তুমি মউলানা সাঈদীর চিকিৎসায় কী কী মেডিক্যাল নেগিলেজেন্স করছো সেটা আমার আগের ভিডিওতে দেখছি। এছাড়াও আছে এথিক্যাল এবং মরাল প্রশ্ন। আজকে আমরা দেখবো তুমি কীভানে এথিক্যাল আর মরাল অপরাধ করছো। তুমি আবার ডাইরি করিছো ক্যান। তোমারে যেই প্রশ্ন করিছি তার জবাব দিবা। নাকি তোমারে প্রশ্ন করা যাবেনা? তুমি প্রশ্নের উর্ধে? নাকি তুমি জিন্দেগিতে কোন ক্লিনিক্যাল মিস্টেক করো নাই? নাকি ডাক্তারিতে ভুল বা অবহেলা হয়না? আর আমি তো বলছি তোমার বিচার হবে কাডাল রানীর পতনের পরে। আগে দেইখ্যা নেই কী বলিছো তুমি।

ডরাইছো ক্যান? তুমি না মুজিব সেনা ভয় করোনা বুলেট বোমা। ডরাইয়ো না ন্যায় বিচার পাবা। তোমার অপরাধ নিশ্চিত ভাবে প্রমাণ না হইলে তোমার কোন শাস্তি হবেনা হাসিনার আদালতের মতো। আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসাপরায়ণ ইতর এবং অমানুষ না। তবে হ্যা তুমি সাবধানে থাইকো তোমার দল থেইক্যা। হাসিনা যেই মাল, সে তোমার উপরে হামলা কইরা বিরোধীদের উপরে দায় চাপাইতে পারে। তাই সাবধানে থাইকো। সাপরে বিশ্বাস করা যায়, কিন্তু যারে নেত্রী মানিছো তারে মেহেরবানী কইর‍্যা বিশ্বাস কইরো না। সে ক্ষমতার জন্য শয়তানের সাথেও সন্ধি করতে পারে।

আচ্ছা জামান তুমি কারে নিয়া গেছো জিডি করতে?

source

42 thoughts on “মওলানা সাঈদীর মৃত্যু মেডিক্যাল কিলিং || Pinaki Bhattacharya || The Untold”
  1. দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েতের পথ দান করেন।আপনাকেও আল্লাহ যেন ভালোবাসে।

  2. একেক সময় একেক জন হত্যা করে দেশের মানুষের দৃষ্টি ঘুরিয়ে রাখা হতো । ডাক্তার বেশির ভাগ অমানুষ হয়ে গেছে । মানবিকতা হারিয়ে ফেলেছে

  3. এই ডাক্তারকে নিয়ে এমনভাবে একটা ভিডিও বানান যেন ওনাকে পুলিশ ধরতে বাধ্য হয় এবং কি ফাঁসি দেওয়ার পরিস্থিতি তৈরি করে আমাদের কোরআনের পাখি কে তার ভুল চিকিৎসার কারণে মারা গেছে ইচ্ছে করে করেছে এটা প্রমাণিত হয়েছে

  4. এই ডাক্তারে আইনের আওতায় আনা হোক ওরে রিমান্ডে দিলে সত্যি কথা বের হয়ে আসবে সাঈদী হুজুর কে কে খুন করেছে ও ইচ্ছা করে চাই দুজনকে মেরেছে কারণ শাহবাগের মোড়ে ও হুজুরের ফাঁসি চাইছিল ওকে ডিমান্ডে নেওয়া হোক😢😢😢

  5. আজ মাওলানা সাইদি’র মৃত্যুর ১ বছর পূর্ণ হলো। আজ বাংলাদেশ খুনি সরকারের হাত থেকে মুক্ত হয়েছে। কিন্তু আবসোস তিনি আজকের এই দিন দেখে যেতে পেলেন না😢

  6. তিনি যখন হসপিটাল এ ভর্তি ছিলেন সেইখানকার নার্স থেকে শোনা কথা উনাকে খুব অমানবিক আচরন করা হইছে। কোরআন মাজীদ কেড়ে নেওয়া হইছে তার কাছ থেকে।মাথার উপর লাইট জাঁলিয়ে রাখত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *