ড. ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানালেন শাহবাজ শরিফ

Google Alert – ইউনূস

ড. ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানালেন শাহবাজ শরিফ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ AM আপডেট: ২৫.০৯.২০২৫ ৫:১৫ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই শীর্ষ নেতা।

জাতিসংঘ সদরদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠককে দু’দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানে ভয়াবহ বন্যায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। বৈঠকে এ প্রসঙ্গ উত্থাপন করে নিহতদের প্রতি গভীর শোক জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তার এই সংবেদনশীল অবস্থানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলা উচিত।

এদিকে একই দিনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আরও কয়েকজন বিশ্বনেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সকালে তিনি বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়, পাশাপাশি পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়। ফিনল্যান্ড জাতিসংঘ আয়োজিত রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকের কো-হোস্ট দেশ হওয়ায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

দিনের পরের দিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। আলোচনায় নিরাপদ অভিবাসনের বিষয়টি উঠে আসে। ইতালির প্রধানমন্ত্রী এসময় বাংলাদেশ-ইতালি বিজনেস ফোরাম আয়োজনের প্রস্তাব দেন। তিনি আরও জানান, ডিসেম্বরে তিনি ঢাকায় সফরে আসবেন। বৈঠকটি উভয় দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

দিনের শেষভাগে ড. ইউনূস বৈঠক করেন কসোভোর প্রেসিডেন্টের সাথেও। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত এসব বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক নানা ইস্যু উঠে আসে। একাধিক শীর্ষ নেতার সাথে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেল।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *