খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে

Google Alert – পার্বত্য অঞ্চল

খাগড়াছড়ি করেসপনডেন্ট:

খাগড়াছড়ি সদরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত।

ভোর থেকে খাগড়াছড়ি সদরের চেঙ্গী ব্রিজসহ কয়েকটি এলাকায় অবস্থান নেয় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা। অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হচ্ছে।

অবরোধের ফলে জেলা শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ আছে অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন পরিহনও। তবে শহর কেন্দ্রিক ছোট কিছু পরিবহন চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অবরোধকারীদের দাবি, মারমা কিশোরী ধর্ষণের বিচার অবিলম্বে করতে হবে।

এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশে একই দাবি তোলে ‘জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে একাধিক সংগঠন। আধাবেলা সড়ক অবরোধের পাশাপাশি ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দেয় তারা।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় ৮ম শ্রেণির এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। পরদিন বুধবার সদর থানায় ৩ জনকে অজ্ঞাত আসামি করে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা এজাহার করেন। পরে এ ঘটনায় চয়ন শীল নামে এক সন্দেহভাজনকে সেনা সহায়তায় আটক করে পুলিশ।

/এএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *