Google Alert – সামরিক
ফয়েজ আহমেদ তুষার, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
জাতিসংঘের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রটির প্রধান বলেছেন, ‘জাতিসংঘ কাজের কাজ কিছু করছে না। শুধু একটার পর একটা বিবৃতি দিয়ে চলেছে।’
বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
জাতিসংঘের ভূমিকা নিয়ে স্পষ্ট প্রশ্ন দিয়ে তিনি ভাষণ শুরু করেন ।
জেলেনস্কি বলেন, ‘কয়েক দশক ধরে যুদ্ধের মধ্যদিয়ে বেঁচে থাকা যে কেউ জাতিসংঘ বা বিশ্ব ব্যবস্থার কাছ থেকে আসলে কী আশা করতে পারে? কেবল বিবৃতি আর বিবৃতি।’
ভাষণে তিনি গাজা, সিরিয়া প্রসঙ্গও টানেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘এই তিন সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন পেতে ব্যর্থ হয়েছে।’
এর আগে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে জাতিসংঘের তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘জাতিসংঘ অনেক শক্তিশালী বিবৃতি দেয়। কিন্তু বিবৃতি অনুযায়ী কাজ করে না।’
বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধে জাতিসংঘের অবদান রাখার কথা থাকলেও তাকে যুদ্ধ বন্ধ করতে হচ্ছে বলে দাবি ট্রাম্পের।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় সাধারণ বিতর্ক-পর্ব। বিতর্কের প্রথম দিনে দুটি অধিবেশনে ৩০ জনেরও বেশি বিশ্বনেতা বক্তব্য রাখেন।
বিশ্বনেতাদের অংশগ্রহণে সবচেয়ে বড় এ আসরের এবারের অধিবেশনের প্রতিপাদ্য: ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস এণ্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট এণ্ড হিউম্যান রাইটস’ (‘একসাথেই ভাল: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর এবং তারও পর’)।
২৬ সেপ্টেম্বর সকালের পর্বে শেষ বক্তা হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণ দেয়ার কথা রয়েছে।
একইদিন ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
প্রায় ১৫০ জন রাষ্ট্র বা সরকারপ্রধানসহ মোট দুইশোরও বেশি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে চলছে ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদের অধিবেশন।