ভুয়া ম্যাজিস্ট্রেটের খপ্পড়ে ৫৫ হাজার টাকা খোয়ালেন দুই ব্যবসায়ী

RisingBD – Home


দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২৫  

হাকিমপুর পৌর ভূমি অফিসের সহকারী তহশিলদার জিল্লুর রহমান


দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর ভূমি অফিসের সহকারী তহশিলদার জিল্লুর রহমানের বিরুদ্ধে ভুয়া ম্যাজিস্ট্রেট সাজিয়ে ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ জানিয়েছেন করাতকল ব্যবসায়ী জসিম উদ্দিন ও গোলাপ হোসেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত আগস্ট মাসে সহকারী তহশিলদার জিল্লুর রহমান ফোন করে জানান যে, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের সঙ্গে কথা বলবেন। কিছুক্ষণের মধ্যে ০১৯৪৮৭১০১৭৮ নম্বর থেকে এক ব্যক্তি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বলেন, যৌথ বাহিনী নিয়ে তাদের করাতকলে অভিযান চালানো হবে। মামলা হলে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা হতে পারে। তবে, যদি তারা ৫৫ হাজার টাকা দেন, তাহলে রক্ষা পাবেন। ব্যবসায়ীরা তার দেওয়া ০১৬২৪৯৮২০৬১ বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দেন। পরে সেই নাম্বারে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করতে না পেরে তারা বুঝতে পারেন যে, প্রতারণার শিকার হয়েছেন।

অভিযোগকারীরা মনে করছেন, সহকারী তহশিলদার জিল্লুর রহমানের যোগসাজশেই এ কাণ্ড ঘটেছে। বিষয়টি লিখিতভাবে ইউএনওকে জানালে তিনি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অভিযোগ বিষয়ে সহকারী তহশিলদার জিল্লুর রহমান বলেছেন, আমাকে একজন ম্যাজিস্ট্রেট পরিচয়ে ফোন দিয়ে করাতকল ব্যবসায়ীদের নাম্বার চেয়েছিলেন। আমি সরল বিশ্বাসে নাম্বারগুলো দিয়েছি এবং ব্যবসায়ীদেরও জানিয়েছি। এটা আমার ভুল হয়েছে।

হাকিমপুরের (হিলি) সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন জানিয়েছেন, তার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। তবে, ইউএনওর কাছে অভিযোগ করা হয়েছে এবং থানা পুলিশ বিষয়টি দেখছে।

হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেছেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


ঢাকা/মোসলেম/রফিক

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *