jagonews24.com | rss Feed
মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
বৈঠক কালে দু’নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, ভুয়া তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচারণার ঝুঁকি এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতি নিয়ে আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চান। তিনি বলেন, ‘আমাদের আপনাদের সহায়তা দরকার। মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।’
তিনি উল্লেখ করেন, ‘১৫ বছরের স্বৈরশাসনে কোনো প্রকৃত নির্বাচন হয়নি— কেবল ভুয়া ভোট হয়েছে। এখন সাবেক স্বৈরশাসকদের অনুসারীরা বিদেশ থেকে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে, যাতে আসন্ন নির্বাচন বানচাল করা যায়।’
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা পুনরায় প্রতিশ্রুতি দেন ।
তিনি জানান, নিউইয়র্ক সফরে তার সঙ্গে ছয়জন রাজনৈতিক নেতা রয়েছেন, যারা দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য বৈশ্বিক যোগাযোগ বাড়াচ্ছেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশের লাখ লাখ তরুণ ভোট দেওয়ার জন্য উচ্ছ্বসিত। তাদের অনেকের জীবনে এই প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ আসছে।’
ডাচ প্রধানমন্ত্রী স্কুফ কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও বিভ্রান্তিমূলক প্রচারণার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, এটি বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে পারি- তিনি যোগ করেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, মুখ্য উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
এমইউ/জেএইচ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।