Google Alert – সেনা
Last Updated:
Mortar Shell Defuse: বুধবার তিস্তা নদীর চর এলাকা থেকে একটি মর্টার শেল উদ্ধার হয়েছিল। এদিন সেনা বাহিনী সেটি নিষ্ক্রিয় করল। বিন্নাগুড়ি সেনা ছাউনির বম্ব ডিস্পোজাল ইউনিটের কর্মীরা মর্টার শেলটিকে নিষ্ক্রিয় করে।
শান্তনু কর, জলপাইগুড়িঃ রাজ্যজুড়ে উৎসবের আমেজ। পুজোর আনন্দে মেতে উঠেছে বাঙালি। এই আবহে তিস্তা নদীর চর এলাকা থেকে থেকে উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করা হল। বুধবার কোচবিহারে তিস্তা নদীর চর এলাকা থেকে একটি মর্টার শেল উদ্ধার হয়েছিল। এদিন সেনা বাহিনী সেটি নিষ্ক্রিয় করল। নদীর চরেই এই কাজ করা হয়।
২০২৩ সালের অক্টোবর মাসে সিকিম পাহাড়ে ভয়াবহ বিপর্যয়ের কথা এখনও অনেকের মনে আছে। সেই সময় বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই সঙ্গেই সেনা বাহিনীর অস্ত্র ভাণ্ডার তিস্তায় ভেসে আসে। বন্যা পরবর্তী সময়ে তিস্তা নদী থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছিল। বছর দুয়েক কেটে গেলেও সেই প্রক্রিয়া বন্ধ হয়নি।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে বিন্নাগুড়ি সেনা ছাউনির বম্ব ডিস্পোজাল ইউনিটের কর্মীরা নদীর চরে উপস্থিত হন। এরপর সেখানেই মর্টার শেলটিকে নিষ্ক্রিয় করা হয়।
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
September 25, 2025 10:29 PM IST