যাত্রাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক সভা

Google Alert – সেনা

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে বৃহস্পতিবার সকালে নিরাপত্তাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। যাত্রাবাড়ী সেনা ক্যাম্পের আয়োজনে ক্যাম্প মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। যাত্রাবাড়ী সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর রেদওয়ানুল হাসান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুর থানার ১৯টি পূজা মণ্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ৩৮ জন প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।

সভায় ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল শামসুজ্জামান পিএসসি সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে সবার সহযোগিতায় এবারের দুর্গা পূজা সফলভাবে উদযাপন করার প্রত্যয় ব্যক্ত করেন। পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন। তিনি আরও বলেন, কেউ নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *