Jamuna Television
ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে নিহত হয়েছে ৮ জন এবং আহত হয়েছে অন্তত ১৪২ জন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একাধিক স্থানে চালানো হয়েছে বিমান হামলা। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এতে অংশ নিয়েছে ডজনের বেশি যুদ্ধবিমান। আইডিএফ জানায়, হুতির কমান্ড হেডকোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা ছিল লক্ষ্য।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির অভিযোগ, আবাসিক এলাকায় চালানো হয়েছে অভিযান। গুঁড়িয়ে দেয়া হয়েছে বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ।
এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) ইসরায়েলের ইলাত শহরে ড্রোন হামলার দাবি করে হুতি। যাতে আহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি।
/এএম