Google Alert – পার্বত্য অঞ্চল
গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
২২ সেপ্টেম্বর সোমবার সকালে ডেবলছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ ও বই, স্কুলে খেলাধুলার সামগ্রী, মাদরাসায় ল্যাপটপ, মন্দিরে আর্থিক সহায়তা, এলাকাবাসী ও স্কুলের ছাত্র-ছাত্রী চলাচলের জন্য বাসের সাঁকো উদ্বোধন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ এবং কি গরিবদের মাঝে নগদ অর্থসহ নানান কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ সেনাবাহিনী।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সিন্দুকছড়ি জোন কমান্ডার ইসমাইল সামস আজিজি বলেন পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি এই অঞ্চলের জীবনমান উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয় ভবিষ্যতেও এরকম উদ্যোগ অব্যাহত থাকবে এবং সকল সম্প্রদায়কে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান জানান।