ইসরায়েলের কাছে জবাব চাইল এপি ও রয়টার্স

Google Alert – সশস্ত্র

গত মাসে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় তাদের কর্মীদের মৃত্যুর ঘটনা নিয়ে দুটি প্রধান সংবাদ সংস্থা রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ইসরায়েলের কাছে ব্যাখ্যা চেয়েছে। তারা এমন পদক্ষেপের দাবি জানিয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

 

রয়টার্সের প্রধান সম্পাদক আলেসান্দ্রা গালোনী এবং এপির প্রধান সম্পাদক জুলি পেস এক যৌথ বিবৃতিতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, ‘এই সাংবাদিকদের মৃত্যুর কারণ ব্যাখ্যা করতে এবং সংঘাতের খবর সংগ্রহে নিয়োজিত অন্যান্য সাংবাদিকদের সুরক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে।’

 

এই হামলার এক মাস পূর্তি উপলক্ষে তারা এই বিবৃতি দিয়েছেন।

 

হামলায় নিহত পাঁচ সাংবাদিকের মধ্যে ছিলেন: এপি এবং অন্যান্য সংবাদ সংস্থার ভিজ্যুয়াল জার্নালিস্ট মরিয়ম দাগা, রয়টার্সের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি এবং রয়টার্সের হয়ে কাজ করা ফ্রিল্যান্স সাংবাদিক মোয়াজ আবু তাহা। হামলায় মোট ১৭ জন নিহত হন।

 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই ঘটনার তদন্ত করছে। আইডিএফ-এর মতে, হামাস হাসপাতালের কম্পাউন্ডে একটি নজরদারি ক্যামেরা স্থাপন করেছিল এবং নিহত ২০ জনের বেশি মানুষের মধ্যে ছয়জন সন্ত্রাসী ছিল। তাদের মধ্যে একজন ৭ই অক্টোবর ২০২৩-এর দক্ষিণ ইসরায়েলের হামলায় অংশ নিয়েছিল।

 

হিব্রু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলি সেনারা হামাসের ক্যামেরা দেখতে পাওয়ার পর ড্রোন হামলার অনুমোদন পায়। এর কিছুক্ষণ পরই তারা একটি রাইফেল স্কোপ দেখতে পেয়ে সেখানে দুটি শেল নিক্ষেপ করে। এরপর সশস্ত্র লোকজনকে শনাক্ত করার পর আরও দুটি শেল নিক্ষেপ করা হয়।

 

তথসূত্র দ্য টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/এমইউএ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *