চ্যানেল আই অনলাইন
এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও শুধু পাঁচ দিনের উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ভাবলে চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।
আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সারা বছরব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবেই আমরা বৈষম্যবিরোধী ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে পারব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকায় অনুষ্ঠিত হবে প্রায় পাঁচ হাজার পূজা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও সরকারের উপদেষ্টারা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বহন করে। সমাজে শান্তি ও সহনশীলতা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, পূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় রাষ্ট্র আরও কার্যকর পদক্ষেপ নেবে।