Google Alert – সশস্ত্র

কক্সাজার সংবাদদাতা: কক্সবাজারের মহেশখালীতে নৌদস্যু এনাম বাহিনীর অব্যাহত তা-বে ঘের মালিকরা অসহায় হয়ে পড়েছে। লুটে নিচ্ছে মাছ, ঘের সরাঞ্জামসহ গুরুত্বপূর্ণ মালামাল। কৌশল পাল্টিয়ে এনাম বাহিনীর সদস্যরা অভিনব কায়দায় এসব ঘটনা সংঘটিত করেছে চলেছে। গত রোববার গভীর রাতেও পুলিশের পোষাক পরে উপজেলার মাতারবাড়ি ব্রিজ সংলগ্ন লম্বাঘোনা নামক মাছের ঘেরে লুটপাটের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত ঘের পরিচালক দেলোয়ার হোসাইন জানান, পুলিশের পোশাক পড়ে এনাম বাহিনীর প্রধান এনাম ডাকাতের নেতৃত্বে সশস্ত্র সংঘবদ্ধ সদস্যদের নিয়ে পাশ^বর্তী ঘের লুটপাটের একদিন পর মাতারবাড়ি ব্রিজের পাশে লম্বাঘোনায় তা-ব চালিয়েছে।

তিনি বলেন, গতরাত আনুমানিক ৩টার দিকে মাতারবাড়ী ব্রিজ সংলগ্ন লাম্বাঘোনা নামক মাছের ঘেরে মহেশখালী উত্তরনলবিলা গ্রামের এনাম বাহিনীর প্রধান এনামের নেতৃত্বে ২০-২৫ জনের সশস্ত্রদল ভীতসন্ত্রস্ত করতে পুলিশের পোষাক করে উপর্যুপরী ফাঁকা গুলী ছোঁড়ে। এতে ভয় পেয়ে প্রাণে বাঁচতে ঘের রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা শ্রমিকরা পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়। ততক্ষণে ডাকাতদল গুলী ছুটতে ছুটতে ঘের ও ঘেরের ক্যাম্পে গিয়ে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ, মোবাইল, সৌর বিদ্যুতের ব্যাটারী, গ্যাসের সিলিন্ডার, চুলাসহ ১০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগি দেলোয়ার জানান, মহেশখালী থানা ও আদালতে এনাম বাহিনীর প্রধান এনামুল হকের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজিসহ দুই ডজনাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ঘের মালিকের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চেয়ে এজাহার দায়েরের প্র¯‘তি চলছে।

এব্যাপারে জানতে মহেশখালী থানার ওসির দাপ্তরিক নাম্বারে ফোন দেয়া হলে; রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *