আরাকান আর্মির ঘাঁটিতে আরসার হামলা, বাংলাদেশি কর্মকর্তাদের ‘মদদের’ দাবি

Google Alert – BD Army

রাখাইনে আরাকান আর্মির ঘাঁটিতে একটি হামলার পেছনে বাংলাদেশি কর্মকর্তাদের ‘মদদ’ থাকতে পারে বলে দাবি করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি। আরাকান আর্মির কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল তুন মিয়াত নাইং দ্য ইরাবতিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর যোদ্ধারা উত্তর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে ঘাঁটিতে আক্রমণ শুরু করে।

আরাকান আর্মি প্রধান বলেন, রাখাইন রাজ্যে (জান্তা) শাসনব্যবস্থা থেকে মুক্ত করা এলাকাগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আরাকান আর্মি যখন লড়াই করছে, তখন ‘কিছু বাংলাদেশি কর্মকর্তার মদদে’ এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশি কর্মকর্তারা মুসলিম জঙ্গিদের বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত তাউংপিওতে আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন। তারা তাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়েই আক্রমণ করতে বলেছে।’

গত মঙ্গলবার ইরাবতির মন্তব্যের অনুরোধে ইয়াঙ্গুনের বাংলাদেশি দূতাবাস এ বিষয়ে কোনো সাড়া দেয়নি বলে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে।

ইরাবতি জানিয়েছে, আরাকান আর্মি প্রায় পুরো রাখাইনের নিয়ন্ত্রণ দখল করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং এবং মংডু শহরতলি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *