Google Alert – সেনা
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আরো সক্রিয় ও বিস্তৃত ভূূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীনা সামরিক বাহিনী। গত বৃহস্পতিবার বেইজিংয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ঝাং জিয়াওগাং। তিনি বলেন, চীনা সেনাবাহিনী শান্তির জন্য লড়াই করে এবং শান্তি রক্ষা করে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে তারা ইতোমধ্যেই একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে।
মুখপাত্র আরো জানান, গত ৩৫ বছর ধরে চীনের শান্তিরক্ষীরা তাদের যৌবন ও উৎসর্গের মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষায় অসামান্য অবদান রেখেছেন। পেশাদারিত্ব, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে।
ঝাং জিয়াওগাং বলেন, চীনা সেনাবাহিনী ভবিষ্যতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো বড় ভূমিকা রাখবে। প্রশিক্ষণ, প্রযুক্তি, সরঞ্জাম ও মানবসম্পদের ক্ষেত্রে সকল পক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করা হবে।
তিনি আরো জানান, চীনা শান্তিরক্ষী স্ট্যান্ডবাই বাহিনীকে আরো আধুনিক ও কার্যকর করার পাশাপাশি নতুন ধরনের দক্ষ বাহিনী গঠনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে- পরিস্থিতিগত সচেতনতা ইউনিট, বিস্ফোরক অস্ত্র নিষ্কাশনকারী ইউনিট, এবং মানববিহীন বিমান প্রতিরোধ ইউনিট।
চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন, চীনা সেনাবাহিনী বিশ্ব শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে আরো বেশি চীনা শক্তি প্রদান করবে এবং মানবতার ভাগ করা ভবিষ্যতের সম্প্রদায় গঠনে নিবেদিত থাকবে।