Google Alert – সেনাবাহিনী
গাজা সীমান্তে দানবাকৃতি লাউড স্পিকার বসাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণের ঠিক আগমুহূর্তে গাজাঘেঁষা ইসরাইলের সবকটি সীমান্তেই বসানো হয় মাইকগুলো। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিটি শব্দ গাজাবাসীর কানে ঢুকিয়ে দিতেই সামরিক লরিতে করে আনা হয় স্পিকারগুলো। নেতানিয়াহুর কার্যালয় থেকেই এ নির্দেশ দেওয়া হয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে। ইসরাইল প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) সীমান্তের ইসরাইলি অংশে আগে থেকেই লাউড স্পিকার স্থাপনের দায়িত্ব দেওয়া হয়। গাজাবাসীকে তার ভাষণ শোনানোর এ বিরাট আয়োজনটির গল্প সাধারণ পরিষদের বক্তব্যেও শোনান নেতানিয়াহু। বলেন, ‘মাইক্রোফোনের সঙ্গে সংযুক্ত বিশাল লাউড স্পিকার দিয়ে গাজা ঘিরে রাখা হয়েছে। এই আশায় যে আমাদের প্রিয় জিম্মিরা আমার বার্তা শুনবে।’ তবে বিতর্কিত এ লাউড স্পিকার কাণ্ড নিয়ে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু। তীব্র নিন্দা জানিয়েছে জিম্মি পরিবারগুলো। অসন্তোষ সৃষ্টি হয়েছে খোদ সেনাবাহিনীতেও। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা স্থানীয় দৈনিক হারৎজকে নেতানিয়াহুর এ মনস্তাত্ত্বিক যুদ্ধকে ‘পাগল ধারণা’ বলে বর্ণনা করেছেন। শুক্রবারের ছবি -রয়টার্স