jagonews24.com | rss Feed
সীমান্ত অপরাধরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি একটি মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
গত ১৯ আগস্ট ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এ সভা অনষ্ঠিত হয়। সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বাধীন পদ্মশাখরা, ভোমরা, বাঁকাল, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, ঝাউডাঙ্গা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতাপুর এবং চান্দুরিয়া বিওপি এলাকাজুড়ে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব সভা পরিচালিত হয়েছে।
সভায় স্থানীয়দের উদ্দেশ্যে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ বিভিন্ন সীমান্ত অপরাধ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়া যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়রাসহ আনুমানিক ৭০০ জন অংশগ্রহণ করেন।
সভায় সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটানো এবং অবৈধ সীমান্ত অতিক্রমরোধে এলাকার মানুষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। উপস্থিত সবাই বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
সভায় উপস্থিত স্থানীয়রা বিজিবির এই ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এমন কর্মকাণ্ড অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।
আহসানুর রহমান রাজীব/এনএইচআর/এমএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।