লাদাখে উত্তেজনা: সোনম ওয়াংচুক গ্রেপ্তার, ইন্টারনেট বন্ধ ও কারফিউ জারি

চ্যানেল আই অনলাইন

লাদাখকে ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করা ও পৃথক রাজ্য গঠনের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বিশিষ্ট জলবায়ুকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লাদাখের পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) এস ডি জামওয়ালের নেতৃত্বে একটি দল লেহ শহর থেকে তাকে আটক করে। পুলিশ এখনো পর্যন্ত ওয়াংচুকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করেনি। তবে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে তার নির্ধারিত সংবাদ সম্মেলনের আগে প্রশাসন সেটি বন্ধ করে দেয় এবং পরপরই তাকে হেফাজতে নেওয়া হয়।

ওয়াংচুকের গ্রেপ্তারের পর লেহ শহরে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সহিংসতার আশঙ্কায় জারি রয়েছে কড়া কারফিউ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে টানা দুই দিন ধরে লেহ শহরে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার তরুণ বিক্ষোভকারীরা বিজেপির আঞ্চলিক কার্যালয় ও লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের (এলএএইচডিসি-লেহ) অফিসে হামলা চালায়।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত চার বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৯০ জন আহত হন। সোনম ওয়াংচুক ও তার সহকর্মীরা কয়েক সপ্তাহ ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিলেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংলাপের দাবিতে তারা টানা তিন সপ্তাহ অনশন ধর্মঘটে ছিলেন। তবে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ওয়াংচুক অনশন ভঙ্গ করে শান্তির আহ্বান জানান। এরপরও ভারত সরকার তার সংস্থার বিদেশি অনুদান গ্রহণের লাইসেন্স বাতিল করে।

ওয়াংচুককে বিশ্বব্যাপী পরিচিত করে তোলে ‘থ্রি ইডিয়টস’ সিনেমা, যেখানে আমির খানের চরিত্র ‘র‍্যাঞ্চো’ তার জীবন থেকে অনুপ্রাণিত। ৫৯ বছর বয়সী এই কর্মী ২০১৯ সাল থেকে লাদাখের ভঙ্গুর পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন। তার গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মহল থেকে তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া আসছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *